দর্পণ ডেস্ক : অ্যাসিডিটি সমস্যা থেকে শুরু করে দাঁত সাদা করা, কিডনিতে পাথর জমা প্রতিরোধ এবং মাংসপেশীর গঠনে সাহায্য করে বেকিং সোডা। এছাড়া এটি ঘামের দুর্গন্ধ দূর করতে, পোকা মাকড়ের কামড়জনিত ব্যথা সারাতে , ত্বকের যত্নে এবং শরীরের নানা সমস্যা সারাতে কাজ করে।
বেশি খেলে, মানসিক চাপ থাকলে এবং ঝাল খাবার খেলে অনেকসময় বুক জ্বালাপোড়া করে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। এরকম হলে এক গ্লাস পানিতে এক চামচ বেকিং সোডা গুলিয়ে ধীরে ধীরে সেটি পান করুন। এতে তাৎক্ষণিকভাবে আরাম পাবেন।
মুখের দুর্গন্ধ দূর করতে মাউথ ওয়াশ হিসেবেও বেকিং সোডা ব্যবহার করা যায়। এক্ষেত্রে হালকা গরম পানিতে এক চামচ বেকিং সোডা গুলিয়ে কুলিকুচি করতে পারেন। এতে মুখের দুর্গন্ধ অনেকটাই দূর হবে।
দাঁত সাদা করতে টুথপেষ্টের মতো বেকিং সোডা ব্যবহার করতে পারেন।
ঘামের গন্ধ দূর করতে অনেকেই ডিওডোরেন্ট ব্যবহার করতে পছন্দ করেন। কিছুটা বেকিং সোডা নিয়ে ডিওডোরেন্টের মতো লাগাতে পারেন বগলে। এতে ঘামের গন্ধ দূর হবে।
রোদে পোড়া ত্বক উজ্জ্বল করতে বেকিং সোডা বেশ কার্যকরী। হালকা কুসুম গরম পানিতে ১ কাপ বেকিং সোডা পেস্টের মতো গুলিয়ে আক্রান্ত স্থানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এতে পোড়া ভাব চলে যাবে।
এক গ্লাস পানিতে এক চা চামচ বেকিং সোডা, লেবুর রস মিশিয়ে খালি পেটে খেতে পারেন। এটি হজমশক্তি বাড়াবে। সেই সঙ্গে ওজন কমাতেও সাহায্য করবে।
এছাড়া ওভেন, মাইক্রোওভেন, রান্নাঘরের টাইলসহ বিভিন্ন বাসন-কোসন পরিষ্কার রাখতে বেকিং সোডার তুলনা নেই।