দর্পণ ডেস্ক : এবার তারকাদের নির্বাচনের পরিধি বাড়ছে বলে জানিয়েছে দি প্রিন্ট নামট একটি গণমাধ্যম।
খবরে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে বিজেপি থেকে বেশ কয়েকজন তারকাকে মনোনয়ন দেয়া হতে পারে। পুরো বিষয়টি দেখভাল করছেন নরেন্দ্র মোদি। তবে এবার বলিউড তারকা ছাড়াও ক্রিকেট তারকাদেরও নির্বাচনে মনোনয়ন দেয়া হতে পারে।
খবরে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে অভিনয়জগৎ থেকে এবার প্রার্থী হতে পারেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াত, প্রীতি জিন্তা, নানা পাটেকর, রবিনা ট্যান্ডন, পল্লবী যোশি।
ক্রিকেটারদের মধ্যে থাকতে পারেন রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর।
এছাড়া একসময় তৃণমূলে থাকা বাইচুং ভুটিয়াও লড়তে পারেন বিজেপির হয়ে।