দর্পণ ডেস্ক :
চীনে বিশ্বের সবচেয়ে বড় বিমানবন্দরের কাজ চলেছে যা আগামী ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বেইজিং ডেক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর নামে ওই স্থাপনার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিমানবন্দরটি চালু হলে বছরে ৬ লাখ ২০ হাজার ফ্লাইট পরিচালনা করা যাবে।
এর মাধ্যমে সেবা পাবেন অন্তত ১০ কোটি মানুষ। ২০১৪ সালে ওই বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয়। কর্তৃপক্ষ বলছে, আগামী বছরের মাঝামাঝি এই বিমানবন্দর পুরোপুরি ব্যবহার উপযোগী হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.