প্রতিকী ছবি
লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বিভিন্ন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ অনূর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অংশ হিসেবে শনিবার দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। নলডাঙ্গা উপজেলার শিরিশ চন্দ্র বিদ্যা নিকেতন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় খাজুরা ইউনিয়ন একাদশ ১-০ গোলে মাধনগর ইউনিয়ন একাদশকে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নাটোর সদরের উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বানু। জেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতায় নলডাঙ্গা উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা দল অংশ নেয়। একই দিন লালপুরে শহীদ মমতাজ উদ্দীন স্টেডিয়ামে আয়োজিত এই খেলায় গোপালপুর পৌরসভা একাদশ ১-০ গোলে দুরদুরিয়া ইউনিয়ন ফুটবল একাদশকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে লালপুরের উপজেলা নির্বাহী অফিসার উম্মে বেনিন জ্যুতি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন আয়োজিত এই ফুটবল টুর্ণামেন্টে উপজেলার দশটি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে একটি করে দল হিসেবে মোট এগারটি দল অংশ নেয়।