দর্পণ ডেস্ক : ফোনেই শুক্রবার সারাদিন ধরে প্রেমিকের সঙ্গে ‘শলাপরামর্শ’ করে স্বামীকে খুনের ছক কষেন স্ত্রী গৌরী হাজরা। তারপর পরিকল্পনা মতোই শুক্রবার রাতে গৌরীদেবীর স্বামী সুবোধ হাজরাকে খুন করে প্রেমিক সুরজিত। ৭ মিনিটে ‘খেল খতম’! নিজে দাঁড়িয়ে থেকে নিজের চোখের সামনে স্বামীকে খুন হতে দেখেন গৌরীদেবী।

হিন্দমোটরের এই খুনের ঘটনায় মনুয়াকাণ্ডের ছায়া স্পষ্ট। বারাসতের হৃদয়পুরের অনুপম রায়কে খুনে ‘নন-প্লেয়িং ক্যাপ্টেনে’র ভূমিকা পালন করেছিল স্ত্রী মনুয়া। প্রেমিককে সঙ্গে নিয়ে খুনের ছক কষা থেকে শুরু করে প্রমাণ লোপাট করা সবটাই হয়েছিল মনুয়ার মস্তিষ্কপ্রসূত পরিকল্পনা অনুযায়ী। হিন্দমোটরে সুবোধ হাজরা খুনেও সেই একই ছায়া। প্রেমিক সুরজিতকে সঙ্গে নিয়ে স্বামী সুবোধ হাজরাকে খুনের ছক কষা, খুন করা, তারপর খুনের প্রমাণ লোপাট করার চেষ্টা, সবটাই হয়েছে স্ত্রী গৌরী হাজরার প্ল্যানিং অনুযায়ী। পুলিসি জেরায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।