দর্পণ ডেস্ক :
স্পেন সৌদি আরবের কাছে পুনরায় ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মত হয়েছে। এর আগে ইয়েমেনে শিশু হত্যার অভিযোগ এনে সৌদি আরবের সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত একটি ক্ষেপণাস্ত্র চুক্তি বাতিল করে দেয় স্পেন। বৃহস্পতিবার স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসেপ বোরেল জানিয়েছেন, তার দেশ এখন এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী সৌদি আরবের কাছে ৪০০টি লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র বিক্রি করতে যাচ্ছে দক্ষিণ ইউরোপের দেশটি। গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, তাদের বিক্রীত অস্ত্র ইয়েমেনের সাধারণ মানুষদের হত্যায় ব্যবহৃত হতে পারে এ আশঙ্কায় সৌদি আরবের সঙ্গে থাকা অস্ত্র চুক্তিটি বাতিল
করে স্পেন। কিন্তু পুনরায় দেশটি ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মত হয়েছে। এ বিষয়ে জোসেপ বোরেল জানান, স্বাক্ষরিত চুক্তির সম্মান রাখতে অস্ত্র বিক্রি করবে স্পেন। এখন পর্যন্ত এই চুক্তিটি তিনবার পর্যালোচনা করা হয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.