দর্পণ ডেস্ক :
নিজ ভূমি ঘানায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান।
জানা গেছে, গত বৃহস্পতিবার ঘানার রাজধানী আক্রায় রাষ্ট্রীয়ভাবে শেষকৃত্য অনুষ্ঠিত হয় কফি আনানের।
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসসহ অনেক বিশ্বনেতা তার শেষকৃত্যে অংশ নেন। কফি আনানকে ব্যতিক্রমী বিশ্বনেতা হিসেবে আখ্যায়িত করেন গুতেরেস।
তিনি আরো বলেন, কফি আনান ছিলেন মহৎ, সাহসী, সততা এবং আত্মোৎসর্গকারী একজন ব্যক্তি। এদিকে কফি আনানের স্ত্রী নানে মারিয়া বলেন, আমার ভালোবাসা তুমি। আবার ফিরে এলে তোমার আবাসে। যেখান থেকে তুমি তোমার দীর্ঘযাত্রা শুরু করেছিলে। তোমার প্রজ্ঞা ও পরের দুঃখ তোমার যে মন কাঁদত, সেটা আমাদের পথচলার পাথেয় হবে।