দর্পণ ডেস্ক : ছোট বেলা থেকেই ব্যবসা করার প্রতি আমার আগ্রহ। স্বপ্নও ছিল ব্যবসায়ী হবো। সে স্বপ্নটা পূরণ করতেই এবার ভালোভাবে মনোযোগী হচ্ছি। খুব সাহস দিচ্ছে আমার পরিবার। বিশেষ করে শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি নিয়ে খুব আগ্রহী। আমিও সাহস পেয়ে পা বাড়ালাম। ব্যবসার প্রতি আমার দূর্বলতা রয়েছে।
বেশ কয়েক বছর আগে ‘স্করপিওন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছিলেন মাহিয়া মাহি। সেখান থেকে ছবি নির্মাণের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেটা নিয়ে তেমন আগানো হয়নি এ নায়িকার। তাই ব্যবসায়ী হিসেবে পরিচিতিও মিলেনি তার। তবে হাল ছাড়েন নি ‘পোড়ামন’খ্যাত এ নায়িকা। পরবর্তীতে একটি অনলাইন শপের ব্যবসা শুরু করেছিলেন। ছয় মাসের মাথায় সেটিও বন্ধ করে দেন।
কিন্তু ছোটবেলা থেকে ব্যবসায়ী হতে চেয়েছেন মাহি। তাই বার বার এ স্বপ্ন পূরণের পথেই বা বাড়াচ্ছেন। অনলাইন শপ বন্ধ হওয়ার তিন বছর পরই আবার নতুন ব্যবসা নিয়ে আসছেন তিনি। এবার চালু করছেন ফ্যাশন হাউস। মাহি জানালেন, ‘ভারা’ নামের নতুন ফ্যাশন হাউস চালু করছেন তিনি। ২৭ অক্টোবর নিজের জন্মদিনে আনুষ্ঠানিক যাত্রা করবে ভারা।
চলচ্চিত্রের এই সমেয়র চাহিদা সম্পন্ন নায়িকা আপনি। ব্যবসায় মনোযোগ দিচ্ছেন, চলচ্চিত্র ক্যারিয়ার ক্ষতির মুখে পড়বে না? প্রশ্ন রাখালে মাহি বলেন, ‘আমি এখন খুব একটা কাজ করছি না। অনেক বেছে বেছে কাজ করছি। তাই অনেক সময় হাতে থাকে। হাতে থাকা এই সময়টাই ব্যবসায় দিতে চাই।’
এদিকে গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মাহিয়া মাহি ‘মনে রেখো’ ও ‘জান্নাত’ অভিনীত দুটি ছবি। এর মধ্যে ‘মনে রেখো’তে মাহির নায়ক হচ্ছেন কলকাতর বনি সেনগুপ্ত ও ‘জান্নাত’ ছবিতে রয়েছে সাইমন সাদিক