দর্পণ ডেস্ক :
ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক বাস দুর্ঘটনায় ছয় শিশু ও ২০ জন নারীসহ ৫২ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে তেলেঙ্গানার জাগতিয়াল জেলার একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবিদনে বলা হয়।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাসটিতে ৭৫ জন আরোহী ছিলেন। সড়ক থেকে বাসটি ছিটকে নিচে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, আহতদেরকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন গুরুতর আহতকে করিমনগর ও হায়দরাবাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে ৫ লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
কর্তৃপক্ষ বলছে, চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। হায়দ্রাবাদ থেকে বেশ দূরের একটি মন্দির দর্শনের পর তীর্থযাত্রীরা বাসটিতে করে ফিরছিলেন।