দর্পণ ডেস্ক : ২০১২ সালে টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা খুরানা সুজির সরকার পরিচালিত রোমান্টিক কমেডি ধাঁচের চলচ্চিত্র ভিকি ডোনারে অভিনয়ের মাধ্যেম বলিউডে পা রাখেন। চলচ্চিত্রটি ব্যাবসায়িকভাবে সাফল্য অর্জন করে।
সম্প্রতি জানা গেলো অন্তঃস্বত্তা হয়েছেন আয়ুষ্মান খুরানার মা। তার মায়ের বয়স ৫০ বছর। আর ওই বয়সেই আবার তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন আয়ুষ্মান খুরানার মা। খবর প্রকাশ্যে আসতেই খেপে গেলেন অভিনেত্রী।
আসল ব্যাপারটি হলো নতুন ছিব ‘বাধাই হো’র ট্রেলার। যেখানে ২ ছেলে থাকা সত্ত্বেও আবার সন্তানের জন্ম দেয়ার সিদ্ধান্ত নেন আয়ুষ্মানের বাবা-মা। যা শুনে রেগে যান আয়ুষ্মান নিজে। বাবা-মায়ের এই সিদ্ধান্ত কীভাবে তার বান্ধবী শানায়া মালহোত্রাকে জানাবেন, তা ভেবে একেবারে অস্থির হয়ে ওঠেন আয়ুষ্মান। কিন্তু, কিছুই যে আর করার নেই।
শেষ পর্যন্ত শানায়াকে সমস্ত কথা খুলে বলেন আয়ুষ্মান। যা শুনে প্রথমে চমকে গেলেও, পরে বিষয়টি নিয়ে আর কথা বলতে চাননি শানায়া। কিন্তু চমকে ওঠেন শানায়ার মা-ও।
অন্যদিকে বান্ধবীকে জানানোর পর পরিবার থেকে আত্মীয়স্বজন, অন্যদের কাছে কীভাবে মুখ দেখাবেন আয়ুষ্মান, তা ভেবে উঠতে পারেন না। শেষ পর্যন্ত বাবা-মায়ের সিদ্ধান্ত আয়ুষ্মান মেনে নেন ঠিকই কিন্তু লজ্জায় পাড়া প্রতিবেশী কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেন না তিনি। আর শেষে কী হল, তা জানার জন্য আপনাকে অপেক্ষা করতে সিনেমা মুক্তি পাওয়া পর্যন্ত।
পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মার এই সিনেমায় আয়ুষ্মান খুরানা, শানায়া মালহোত্রার পাশাপাশি রয়েছেন নিনা গুপ্তা, সুরেশ সিকরি এবং গজরাজ রাও অভিনয় করেছেন। ।