দর্পণ ডেস্ক : কুখ্যাত এক গ্যাংস্টারের পুত্রকে সোমবার গ্রেফতার করল হরিয়ানা পুলিশ। ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গুরগাঁওয়ের অভিযুক্তের নাম পীযূষ বানজারা । তার বাবা রাকেশ বানজারের নামে একাধিক খুন ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।
পুলিশের দাবি, নেপালে পালোনোর ছক কষেছিল পীযূষ।
পুলিশ জানায়, গত ২৮ আগস্ট রাতে ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। পরদিন সকালেই জিডি করে তার পরিবার। কিন্তু, অভিযুক্ত গা-ঢাকা দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
বিশেষ সূত্রে খবর পেয়ে, পুলিশ তাকে গ্রেফতার করে। জেরায় পুলিশ জানতে পারে, অনেক দিন ধরেই সে ওই মেয়েটিকে টার্গেট করেছিল। ২৮ আগস্ট গাড়ি পার্কিংয়ের সময় সে বেসমেন্টে ওই মেয়েটিকে একা পেয়ে যায়। গাড়ির মধ্যে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার কথা কাউকে জানালে, তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় অভিযুক্ত। মেয়ে নিজে থেকে কিছু না-জানালেও, কিছু লক্ষণ দেখে মায়ের সন্দেহ হয়। মায়ের পীড়াপীড়িতে মেয়ে ঘটনার কথা জানালে, পরদিন থানায় গিয়ে অভিযোগ করা হয়।