দর্পণ ডেস্ক :  সুমন মোল্লা ওরফে গোলজার মোল্লা (৩৫) নামে এক রাজমিস্ত্রীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ফরিদপুরে ধর্ষণের ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে।

গতকাল সোমবার ভুক্তভোগী তরুণী সুমন মোল্লাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তার হওয়া সুমন মোল্লা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর রমজান মাতবর পাড়ার মৃত খালেক মোল্লার ছেলে।

রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে সুমনের সঙ্গে ৭/৮ বছর আগে ভাঙ্গা উপজেলার হামেরদী গ্রামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় সূত্রে সুমন মোল্লা তিন মাস আগে ওই তরুণীকে ধর্ষণ করে এবং গোপনে ছবি ও ভিডিও ধারণ করে। পরে ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীর পরিবারের কাছে অর্থ দাবি করে। অর্থ না দেওয়ায় সমুন মোল্লা আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

গ্রেপ্তার সুমন মোল্লা তাঁর অপরাধ স্বীকার করেছেন।