লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যাবস্থাপনায় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে নাটোর সদর উপজেলা পর্যায়ের এই খেলার আনুষ্ঠনিক উদ্বোধন করেন নাটোর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক শাহিনা খাতুন। রবিবার সকালে উদ্বোধনী খেলায় হালসা ইউনিয়ন একাদশ ৩-১ গোলে ছাতনী ইউনিয়ন একাদশকে পরাজিত করে। উপজেলা পর্যায়ের এই ফুটবল টুর্ণামেন্টে সদরের মোট সাতটি ইউনিয়ন থেকে একটি করে দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাশক ড. রাজ্জাকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আখতার বানু, নাটোর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু এবং সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল।