Miss New York Nia Franklin reacts after being named Miss America 2019 pageant, Sunday, Sept. 9, 2018, in Atlantic City, N.J. (AP Photo/Noah K. Murray)

দর্পণ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ‘মিস আমেরিকা’ নির্বাচনে গত রোববার রাতে সুইমস্যুট পরে নিজেকে প্রদর্শনের ৯৮ বছরের প্রথা ভেঙে এই প্রথম কোনো সুন্দরীকে তকমা পরালেন নির্বাচকরা। প্রতিযোগিতা শেষে জয়ের মুকুট ওঠে মিস নিউ ইয়র্ক নিয়া ইমানি ফ্রাঙ্কলিনের মাথায়।
তবে এই পিজেন্টকে জয়ের লক্ষ্যে পৌঁছাতে কোনো সুইমস্যুট প্রতিযোগিতায় অংশ নিতে হয়নি।
মুকুট পরার কিছুক্ষণের মধ্যেই বিজয়ী আসেন সংবাদ মাধ্যমের সামনে এবং মজা করে বলেন, এটা খুব ভালো হয়েছে যে আমাকে সুইম-কস্টিউম পরে নির্বাচকদের সামনে হাঁটতে হয়নি।
তিনি বলেন, এটা দারুণ একটি পরিবর্তন। আমি মনে করি এটা গ্রহণযোগ্য। এমন অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন, আমি যখন মিস নিউ ইয়র্ক ছিলাম। তারা অনেকেই পছন্দ করেন না সুইমস্যুট পরে হাঁটতে। এই বিষয়টিতে মূল প্রতিযোগিতা থেকে বাদ দেয়ায় এখন অনেকেই অংশ নেবেন এই সুন্দরী প্রতিযোগিতায়। যাদের মধ্যে কেউ না কেউ তো পাবেনই এই স্কলারশিপটা।
উল্লেখ্য, বিজয়ীর মুকুট ছাড়াও ৫০ হাজার ডলারের স্কলারশিপ পাবেন মিস আমেরিকা।
নিজের ব্যাপারে দারুণ কনফিডেন্ট এই কৃষ্ণ সুন্দরী আরো বলেন, আমি আনন্দিত, এই টাইটেল নাইটে আমাকে সুইমস্যুট পরে হাঁটতে হয়নি। আমি মনে করি আমি এটার চেয়েও অনেক বেশি যোগ্য। শুধু আমি নই, এখানে এই স্টেজে যারা আছেন তারা প্রত্যেকেই অনেক বেশি যোগ্য।
৫১ জন প্রতিযোগীর ভেতর থেকে বেছে নেয়া হয় এবারের মিস আমেরিকাকে। প্রথম রানার আপ হন মিস কানেকটিকাট ব্রিজেত ওই। আর দ্বিতীয় ও তৃতীয় রানার আপ হন যথাক্রমে মিস লুসিয়ানিয়া হলি কনওয়ে ও মিস ফ্লোরিডা টেইলর টাইসন। আর চতুর্থ রানার আপ হন মিস ম্যাসাচুসেটস গ্যাব্রিয়েলা তাভেরাস। সূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস