দর্পণ ডেস্ক :
সংসদে রোববার পাঁচ সাংবাদিকের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। তারা হলেন দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ডেইলি অবজারভারের নির্বাহী সম্পাদক আনিস আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোস্তাক হোসেন ও ইটিভির সাংবাদিক মামুনুর রশিদ।
বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। পাঁচ সাংবাদিক ছাড়াও শোক প্রস্তাবে দেশ ও বিদেশের বিশিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়। পরে মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বিএইচ হারুন।