সাইফুল্লাহ নাসির,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী পৌর শহরের খোন্তাকাটা হাজী বাড়ীর সামনে থেকে ৮০ পিস ইয়াবাসহ অলি উল্লাহ (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।এ ঘটনার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানাগেছে,আমতলী উপজেলার চাওড়া লোদা গ্রামের মোকলেছ আকনের পুত্র অলি উল্লাহ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে।গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের খোন্তাকাটা হাজী বাড়ীর সামনে থেকে ইয়াবা বিক্রিরত অবস্থায় আটক করেছে।এ সময় তার শরীর  তল্লাশী করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করে।এ ঘটনার আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
পুলিশ রবিবার আসামী অলি উল্লাহকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক মোঃ হুমায়ূন কবির তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন,আসামী অলি উল্লাহকে আদালতে পাঠানো হয়েছে।