লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে নাশকতা সৃষ্টির আশঙ্কায় জামায়াতের চার কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন-উপজেলার জোনাইল ইউনিয়নের বোর্ণি গ্রামের জাহাঙ্গীর আলম (৩৪), ইকবাল হোসেন (২৫), চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামের আব্দুল মান্নান (৫৫) ও ওবায়দুল্লাহ (৪০)। বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস জানান, নাশকতা সৃষ্টির আশঙ্কায় তাদেরকে আটক করে রোববার কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।