দর্পণ ডেস্ক :
শনিবার কুমিল্লার চান্দিনা উপজেলায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ‘বঙ্গবন্ধু ভবন’ উদ্বোধন শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা দেশের চলমান আইন অনুযায়ী হয়েছে; তার জামিনও হবে সেই মতো।
আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, তারা মূলত কিছুই জানেন না। অযথাই জনগণকে বিভ্রান্ত করছেন। তার সুচিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সুব্যবস্থা করা হয়েছে। কিন্তু তিনি যদি ইচ্ছে করে চিকিৎসা না নেন, তাতে সরকারের কী করার আছে? এমনকি তার অসুস্থতার কথা বিবেচনা করেই কারাগারে আদালত স্থানান্তর করা হয়েছে।
মহিলা কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় আনিসুল হক বলেন, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু জনগণ ঐক্যবদ্ধ থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে। জনগণকে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আইউব আলীর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ এমপি, চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বাবু তাপস বকসী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু, চান্দিনা পৌরসভার মেয়র মফিজুল ইসলাম প্রমুখ।
বঙ্গবন্ধুর খুনিদের বিষয়ে তিনি বলেন, চান্দিনারও এক অন্ধকার আছে; কালো মানুষ আছে (কর্নেল রশিদ)। কসবায়ও (শাহরিয়ার) এ রকম একটা ছিল। তবে বিচারিকভাবে কসবারটার সাজা কার্যকর করা হয়েছে। এদের ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.