দর্পণ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষায়িত হাসপাতালে নেয়ার দাবি জানিয়েছেন তার আইনজীবীরা।
পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে কারাগারে শুক্রবার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান।
বিকেলে স্বাক্ষাৎ শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও দলটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা মামলার বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে এসেছিলেন। তবে কারাগারের মধ্যে খালেদা জিয়ার যে অবস্থা দেখেছেন তাতে তিনি কিভাবে মামলার হাজিরার জন্য আদালতে এসেছিলেন তাই ভাবছেন।
তিনি জানান, খালেদা জিয়া বাম হাত নাড়াতে পারছেন না। শরীরের বাম দিকটা পুরো অবশ হয়ে গেছে। চোখেও প্রচণ্ড ব্যথা হয়। চোখের ভবিষ্যৎ কি বলা যাচ্ছে না।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে। কারাগারের ভেতরে রেখে চিকিৎসা না দেয়ায় তার (খালেদা) এই অবস্থা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক। ইউনাইটেড, অ্যাপোলো বা যে কোন বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হোক। আগে চিকিৎসা তারপর বিচার। তিনি ৩ বার প্রধানমন্ত্রী ছিলেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, আইনজীবী এজে মোহাম্মদ আলী ও আব্দুর রেজ্জাক খান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.