তোফাজ্জল হোসেন, নরসিংদী:  পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নরসিংদী প্রেস ক্লাবের সম্মুখে প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে দৈনিক খোঁজ খবর পত্রিকার সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়,আব্দুর রহমান ভূঞা, ,সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,এম এ আউয়াল,শফিকুল ইসলাম মানিক,নরসিংদীর খবর সম্পাদক অধ্যাপিকা সেতারা বেগম,নরসিংদী খবর পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,দৈনিক গ্রামীন দর্পন পত্রিকার উন্নয়ন কর্মকর্তা শান্ত বণিক,সাপ্তাহিক বাবুর হাট পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন,সাপ্তাহিক জনপথ পত্রিকার সম্পাদক সালমা সুলতানা,নরসিংদী খবর পত্রিকার বিজ্ঞাপন কর্মকর্তা ফারজানা জাহান শেলী,নরসিংদী খবর অফিসের ষ্টাফ সাংবাদিক রাসেল মিয়া,সাংবাদিক মতিউর রহমান জাকির,সাংবাদিক শরীফ ইকবাল রাসেল,ডিবিসি চ্যানেলের প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন,নরসিংদী খবরের পলাশ প্রতিনিধি,ওয়াদুদ বাচ্চু,নজরুল ইসলাম,চোখের আলো পত্রিকারা নির্বাহী সম্পাদক এনামুল হক রানা,জহিরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তাগণ সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।