দর্পণ ডেস্ক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী হতে চান জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৮৮ বছর বয়সী এ নেতা বৃহস্পতিবার নির্বাচনী গণসংযোগের উদ্বোধন করে বলেন, আমার নাকি বয়স হয়েছে? আমাকে দেখে কি মনে হয় বয়স হয়েছে? বয়স হয়েছে; কিন্তু মানুষের ভালোবাসার জন্য আমি আপনাদের মাঝে আবার এসেছি। জীবনের শেষপ্রান্তে আরেকবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ চান তিনি।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের শাহজাদপুর, কড়াইল বস্তি ও মহাখালী কাঁচাবাজার এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ। ২০০৮ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করে এ আসন থেকে জয়ী হয়েছিলেন তিনি। পরের নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
তিনি বলেছেন, ৩০০ আসনেই নির্বাচন করবে জাপার নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট। খুন-গুম আর রক্তে দেশ আজ ভালো নেই। জাতীয় পার্টি ছাড়া কেউ সুশাসন দিতে পারবে না। তিনি জানান, শিগগির দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করবেন।
এরশাদ বলেন, ১৯৯০ সালে যখন ক্ষমতা ছেড়েছিলেন তখন চালের কেজি ছিল ১০ টাকা। এখন ৬০ টাকা। সবকিছুই গরিবের ক্রয়ক্ষমতার বাইরে। ‘মধ্যম আয়ের দেশ’ নিয়ে সরকার উল্লসিত। তারা গ্রামের খবর রাখে না। মানুষের কষ্টের খবর রাখে না। এরশাদ বলেন, ঢাকা-১৭ আসনের এমপি থাকাকালে পানির কষ্ট দূর করতে ১৪টি পানির পাম্প বসিয়েছিলেন। রাস্তাঘাটের উন্নয়ন করেছিলেন।
গণসংযোগের পথসভাগুলোতে বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতী, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার, আমির হোসেন ভূঁইয়া এমপি প্রমুখ।
জাপা মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার বলেন, রাজনীতির জীবন্ত কিংবদন্তি হুসেইন মুহম্মদ এরশাদ। জনগণের পরীক্ষিত বন্ধু। আওয়ামী লীগ ও বিএনপি সব খাতে ব্যর্থ হয়েছে; হুসেইন মুহম্মদ এরশাদ সর্বক্ষেত্রেই ছিলেন সফল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.