দর্পণ ডেস্ক :
অর্থনৈতিক ও রাজনৈতিক অচলাবস্থা চলছে দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলায় । সে কারণে বাধ্য হয়ে অনেকেই অন্য দেশে পাড়ি জামানোর চেষ্টা করছেন।
যারা দেশটি ছেড়ে অন্যত্র চলে যেতে চান, তাদের জন্য নিজেদের দুয়ার উন্মুক্ত করে দিয়েছে লাতিন আমেরিকার ১১টি দেশ। সর্বসম্মতিক্রমে দেশগুলো এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
দেশগুলো বলছে, ভ্রমণের কাগজপত্রের মেয়াদােত্তীর্ণ হয়ে গেলেও ভেনিজুয়েলার নাগরিকদের প্রবেশে কেনো ধরনের বাধা দেয়া হবে না।
এদিকে যৌথ এক ঘোষণায় স্বাক্ষর করেছেন ১১টি দেশের প্রতিনিধিরা। ওই ঘোষণায় দ্রুত পাসপোর্ট ইস্যু করতে ভেনিজুয়েলা সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
জানা গেছে, এখন পর্যন্ত প্রায় ২৩ লাখ মানুষ ভেনিজুয়েলা ছেড়ে গেছে। অনেকেই মেয়াদবিহীন পাসপোর্টের কারণে যেতে পারেননি।

৬-৯ টুটুল