দর্পণ ডেস্ক :
শাকিব খান ‘শাহেন শাহ’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটিতে প্রথমবার এ নায়কের সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। কিন্তু ছবিটিতে রয়েছে আরও একজন নায়িকা। নুসরাত ফারিয়ার নাম বলা হলেও দ্বিতীয় এ নায়িকার নাম এখনো প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়নি।
কিন্তু কে হচ্ছেন ‘শাহেন শাহ’তে শাকিব খানের আরেক নায়িকা? এ প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে শাকিব ভক্তদের মাঝে? স্যোসাল মিডিয়ায় চলচ্চিত্র বিষয়ক গ্রুপে এমন প্রশ্নই রাখছেন ভক্তরা। অনেকেই আবার প্রিয় নায়কের সঙ্গে মানানসই নায়িকাদের নামও প্রস্তাব করছেন।
দ্বিতীয় নায়িকা কে হচ্ছেন? প্রশ্ন করা হয় পরিচালক শামীম আহমেদ রনিকে। জানাননি তিনিও। এটা সবার জন্য চমক বলেই প্রশ্ন এড়িয়ে গেছেন রনি। জানান,
বুধবার (আজ) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে ছবিটির মহরত। সেখানেই আরেক নায়িকার এ রহস্যের জট খোলা হবে।
ততক্ষণ শাকিব ভক্তদের অপেক্ষাতে রাখতে চাচ্ছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
তবে অনেকেই শুরুতে নাটকের প্রিয় মুখ তানজিন তিশার নাম বলেছেন।
‘শাহেন শাহ’র দ্বিতীয় নায়িকার নাম হিসেবে চলচ্চিত্রের উঠতি নায়িকা রাহা তানহার নামও বলছেন অনেকে। বেশ কিছু সূত্রও তার নাম নিশ্চিত করেছে। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের চূড়ান্ত ঘোষণা ছাড়া কিছুই বলা যাচ্ছে না। বুধবার (আজ) সন্ধায় নায়িকা নিয়ে এ রহস্য উন্মোচন হবে।
৫-৯ টুটুল