দর্পণ ডেস্ক : ঈদ উপলক্ষে কমবেশি সবাই ব্যস্ত ছিলেন ঢাকাই ছবির তারকারা। পশু কোরবানি ছাড়াও ঈদ উদযাপন নিয়েই ছিল তাদের ব্যস্ততা। তাই তারকাদের মধ্যে একে অপরেরর খুব একটা দেখা সাক্ষাৎ হয়নি।এ শূন্যস্থান ঈদের এক সপ্তাহ পর পূরণ করলেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

গত শুক্রবার আবদুল আজিকের বাসায় তারকাদের নিয়ে ঈদ পরবর্তী একটি গেট টুগেদারের আয়োজন করা হয়। এতে উপস্থিত হন শাবনূর, মৌসুমী, ওমর সানী, অমিত হাসান, নাদের চৌধুরী, বাপ্পারাজ, রোশান, বাঁধন, নুসরাত ফারিয়া, পূজা চেরি, গায়ক ইমরান ও কনাসহ অনেকেই।

একটি গানের সঙ্গে নেচেছেন ওমরসানী ও শাবনূর। স্যোশাল মিডিয়ায় তাদের নাচের ২০ সেকেন্ডের ভিডিও প্রকাশ হওয়ার পরই ভাইরাল হয়ে যায়। দীর্ঘদিন পর এক সময়ের চলচ্চিত্রে দাপিয়ে বেড়ানো এ দুই তারকার আনন্দঘন নাচ দেখে তাদের ভক্তরাও হচ্ছেন আনন্দিত।

ভিডিওতে ওমরসানী যখন শাবনূরের সঙ্গে নাচছিলেন পাশেই বসা ছিলেন মৌসুমী। তিনিও শাবনূরের সঙ্গে স্বামীকে নাচতে উৎসাহ দিচ্ছিলেন।