দর্পণ ডেস্ক : গত শনিবার রাজধানী সোফিয়া থেকে ৪০ কিলোমিটার উত্তরে   ঘটে দুর্ঘটনা । এতে ১৭ জন নিহত হওয়া ছাড়াও আহত হয় ২০ জন।একটি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার জেরে তিন মন্ত্রীকে বরখাস্ত করেছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ।

দেশটির পরিবহনমন্ত্রী ইবাইলো মসকোভস্কি, স্বরাষ্ট্রমন্ত্রী ভেলেনটিন রেদভ এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রী নিকোলয় নানকভকে বরখাস্ত করেছেন তিনি।

এবিসি নিউজ জানায়, এ দুর্ঘটনার ‘রাজনৈতিক দায়’ নিয়ে ওই তিন মন্ত্রীকে গতকাল শুক্রবার বরখাস্ত করেন বরিসভ। এই কঠোর পদক্ষেপের কারণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানির জন্য এই তিন বিভাগে দায়িত্ব পালন করা মন্ত্রীদের রাজনীতিবিদ হিসেবে দায় নিতে হবে।

উল্লেখ্য, এই দুর্ঘটনার পর দেশটিতে ব্যাপক প্রতিক্রিয়া হয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্তের লোকজন ফুল দিতে যাচ্ছেন ঘটনাস্থলে। পার্লামেন্টের বিরোধী সমাজতান্ত্রিক দল সরকারের পদত্যাগ দাবি করেছে। দুর্ঘটনার পর থেকে প্রতিদিনই সড়কের নিরাপত্তাহীনতা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, সরকারের অবহেলায় ওই সড়ক চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। তাই সব দায় সরকারকেই নিতে হবে।