দর্পণ ডেস্ক :  নারী কেলেঙ্কারি, দর্শক পিটানো, উচ্ছৃঙ্খল আচরণে প্রশ্নবিদ্ধ ক্রিকেটার সাব্বির রহমান। নানা সময়ে সাব্বিরের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনেক পদক্ষেপ নিলেও তাঁর টনক নড়েনি।

পূর্বের সাজার পরেও এমন কাজ-কর্মে এই ক্রিকেটারের উপর ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু সাম্প্রতিক সময়ে নয় অতীতের সব ঘটনা বিবেচনায় বড় শাস্তির কথা বলেছেন।

এদিকে সাব্বিরের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে। তবে সেটা পুরনো কাজের জন্য। চার বছর আগে ঘরোয়া লিগ খেলতে ঢাকায় আসেন ক্রিকেটার শোয়েব মালিক। সাথে ছিলেন তার সহধর্মিণী সানিয়া মির্জা। মাঠে উপস্থিত এই টেনিস তারকাকে উত্ত্যক্ত করেন সাব্বির।

যার কারণে চটে যান শোয়েব মালিক। অভিযোগ করেছিলেন সিসিডিএমের চেয়ারম্যানের কাছে। বর্তমান-অতীত এই সব বিষয় আমলে নিয়েই সাব্বিরের বিপক্ষে পদক্ষেপ নিবে বিসিবি।

প্রসঙ্গত, বেশ কয়েক দিন থেকে দেশের ক্রীড়াঙ্গনে সাব্বির-নাসির-মোসাদ্দেকের নামে নানা অভিযোগ এসেছে। তবে এ ক্ষেত্রে বাকি দুজনকে ছাড়িয়ে গেছেন সাব্বির রহমান। আজ শনিবার বিসিবি কার্যালয়ে ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে এই তিন ক্রিকেটারকে।