দর্পণ ডেস্ক :
শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে রাজশাহীর বাগমারা থেকে কলেজছাত্রী ধর্ষণ মামলার পলাতক আসামি ইমন হোসেন ওরফে রকিবুলকে (১৭) গ্রেফতার করেছে পুলিশ।
নাটোরের বাগাতিপাড়ার একটি কলেজের এইচএসসি প্রথমবর্ষের ছাত্রীকে (১৭) গত বছরের ১৭ জুলাই তার সহপাঠীরা নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে হোস্টেলে নিয়ে যায়।
এরপর ওই ছাত্রীকে নাটোরের লালপুর উপজেলা সদরের তুষার আলী, নলডাঙ্গা উপজেলার মাধনগরের তুষার ইমরান এবং বাগমারার শ্রীবতীপুরের রকিবুল ধর্ষণ করে। আর ওইসময় এ ঘটনাটি ভিডিও করে ওই কলেজছাত্রীর আরেক সহপাঠী নাটোরের লালপুরের মেঘলা খাতুন।
ঘটনার পর ওই কলেজছাত্রীর মা বাগাতিপাড়া থানায় চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এরপর ওই কলেজছাত্রীকে সেখান থেকে উদ্ধার করে পুলিশ।
এ মামলার প্রধান আসামি তুষার আলীকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এছাড়া মেঘলা খাতুন এবং তুষার ইমরানকেও গ্রেফতার করা হয়। মেঘলা খাতুন জামিনে রয়েছে। বর্তমানে মামলাটি নাটোরের অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, কলেজছাত্রী ধর্ষণ মামলার অপর তিন আসামি গ্রেফতার হলেও রকিবুল দীর্ঘদিন থেকে পলাতক ছিল। শুক্রবার দুপুরে তাকে শ্রীবতীপুর এলাকা থেকে সাদা পোশাকে পুলিশ বিশেষ কৌশলে গ্রেফতার করেছে। রকিবুলকে বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হবে। তথ্যসূত্র: বাংলা নিউজ২৪.কম

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.