তোফাজ্জল হোসেন, নরসিংদী থেকে: বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে নরসিংদী পৌর মিলনায়তনে বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী মুক্তিযোদ্ধালীগ এর সভাপতি মুনসুর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম খোকন, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আবুল কাসেম ,আওয়ামী মুক্তিযোদ্ধালীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ গফুর খান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ হাসান আপেল চৌধুরী,আমজাদ হোসেন,মোঃ নুরুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, মোঃ অহিদুজ্জামান সরকার,অবসর প্রাপ্ত মেজর নুর মোহাম্মদ, মোঃ মিজানুর রহমান,মোঃ মজিবুর রহমান,মোঃ আবু কাউছার,আমজাদ হোসেন,জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সামসু উদ্দিন প্রমুখ বীর মুক্তিযোদ্ধাগণ। তপন কুমার আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তাগণ বলেন জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ হত না। কুলাংগাররা জাতির জনককে হত্যা করে দেশকে পিতৃহীন করে গেছে। সেই পিতৃহীন জাতিকে রক্ষা করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন কাজ করে যাচেছন।
তিনি মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই সাথে দেশের আপামর জনগণের উন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করার জন্য মুক্তিযোদ্ধাসহ দেশের সকল মানুষকে কাধে কাধ রেখে কাজ করার জন্য অনুরোধ জানান। বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধালীগ দেশের উন্নয়নে কাজ করে যাবে এবং আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে।আলোচনা সভায় জনৈক হুমায়ুন কবির জাতির জনকের উপর লেখা একটি স্বরচিত কবিতা
পাঠ করে শোনান।
অনুষ্ঠানে নরসিংদীর ৬টি উপজেলা থেকে আওয়ামী মুক্তিযোদ্ধালীগের নেতাকমী ও সকল পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।