দর্পণ ডেস্ক :
বাংলাদেশ থেকে রোহিঙ্গারা ‘দলে দলে মিয়ানমারে প্রবেশ করছে’ এমন বিষয় প্রমাণ করার জন্য নানা ভুয়া ছবি ব্যবহার করেছে মিয়ানমার সরকার। এমনকি আফ্রিকার তাঞ্জানিয়ায় রুয়ান্ডার বাস্তুচ্যুত হুতু শরণার্থীদের ছবি ব্যবহার করে তা বাংলাদেশ থেকে মিয়ানমারে যাওয়া বাঙালিদের ঢল বলে অভিহিত করা হয়েছে। এছাড়া মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নিধনযজ্ঞে নিহতদের ছবি ‘বাঙালিদের’ বার্মিজ নিধন বলেও অভিহিত করা হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে রয়টার্স বিষয়টি জানিয়েছে।
গত মাসে মিয়ানমারের সেনাবাহিনী প্রকাশিত ওই বইয়ে এরকম তিনটি ভুয়া ছবি পাওয়া গেছে যেগুলো রাখাইন অঞ্চলের আর্কাইভ ছবি বলে দাবি করা হয়েছে।
অন্য একটি ছবিতে দেখা গেছে, মিয়ানমার ছেড়ে পালানো রোহিঙ্গাদের ছবিকেই মিয়ানমারে যাওয়া বাঙালি বলে অভিহিত করা হয়েছে।
বইটির নাম ‘মিয়ানমারের রাজনীতি ও সেনাবাহিনী : প্রথম পর্ব’। ১১৭ পৃষ্ঠার ওই বইয়ে গত বছরের অাগস্টের পর শুরু হওয়া সামরিক অভিযান নিয়ে সেনাবাহিনীর বিভ্রান্তিমূলক প্রচারণা তুলে ধরা হয়েছে। বইটিতে প্রকাশিত বেশিরভাগ তথ্যের উৎস হিসেবে সেনাবাহিনীর ‘ট্রু নিউজ’ ইউনিটের কথা বলা হয়েছে। এসব প্রচারণার মাধ্যমে রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে আসা জনগোষ্ঠী হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে মিয়ানমার। গত বছর সঙ্কটের শুরু থেকেই ওই ইউনিট সেনা প্রেক্ষিত থেকে ঘটনাপ্রবাহের বিষয়ে নানা বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছে। সূত্র : রয়টার্স