দর্পণ ডেস্ক :
‘ও’ লেভেল রসায়ন পরীক্ষায় বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানের ৮ বছর বয়সী বালক কমর মুনির আকবর। এ বয়সে এই পরীক্ষা পাসের রেকর্ড আর কারো দখলে নেই। এছাড়া তার দখলে রয়েছে আরো ৬টি বিশ্ব রেকর্ড। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল তারই বোন সিতারার। সে ২০১১ সালে ৯ বছর বয়সে রসায়নে ‘ও’ লেভেল পাস করে বিশ্ব রেকর্ড করে। সেই রেকর্ড ভেঙে দিয়েছে তারই ভাই আকবর।
ওদিকে সিতারা ১০ বছর বয়সে জীববিজ্ঞানে ‘ও’ লেভেল পাস করে আরেকটি রেকর্ড গড়ে। এরপর ১১ বছর বয়সে পাকিস্তানের জন্য নতুন রেকর্ড গড়ে সে। এ বয়সে ইংরেজি, গণিত ও বিজ্ঞানে ‘ও’ লেভেল পাস করে। নিজে রেকর্ড করার পর আকবর জিও নিউজকে বলেছে, সে তার দেশকে গর্বিত দেখতে চায়। তা করতে হলে সবার জন্য গুণগত শিক্ষায় সমতা প্রয়োজন বলে মনে করে সে।