অনলাইন ডেস্ক :  জনপ্রিয় অভিনেতা জুনিয়র এন টি আরের বাবা অভিনেতা নন্দমুরি হরিকৃষ্ণ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার ভোরে অন্ধ্র প্রদেশের নালগোন্ডা এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

ভারতীয় গণমাধ্যম জানায়, অভিনেতা ও রাজনিতিক নন্দকুমার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হায়দারাবাদ থেকে অন্ধ্র প্রদেশের নলগোন্ডা এলাকায় যাচ্ছিলেন। ওই সময় তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন। সামনে থাকা একটি গাড়িকে অতিক্রম করতে গেলে, তার গাড়ি রাস্তায় থাকা ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। ওই সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ি তার গাড়ির ওপর উঠে পড়ে।

স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত হাসপাতালে নেওয়া হয় নন্দকুমারকে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বরেণ্য এ অভিনেতার মৃত্যুতে দক্ষিণী চলচ্চিত্রে নেমে এসেছে শোকের ছায়া। মহেশ বাবু, রামচরণ, রানা দাগুবতি, আল্লু অর্জুন, নাগার্জুনা, কাজল আগারওয়াল, শ্রী রেড্ডি, রমেশ বালাসহ অনেকেই তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

২০০৮ সালে ‘তেলেগু দেশম পার্টি’ থেকে নির্বাচনে জয়লাভ করে রাজ্যসভার সদস্য নির্বাচিত তিনি।