দর্পণ ডেস্ক : ভেনেজুয়েলায় চলছে খাবারের অভাব। চরম সংকটে নাগরিকরা। শুধু তাই নয়, চলছে বিদ্যুৎ সংকটও। প্রায় ৯ মাস ধরে চলা বিদ্যুৎ সংকটের কারণে ফ্রিজের মাছ-মাংস পচে গন্ধ ছড়াচ্ছে। বিক্রেতারা এসব মাংস ফেলে না দিয়ে বিক্রি করছেন। আর ক্রেতারাও সেই পচা মাংস কিনে খাচ্ছেন। আর পচা মাংস খেতে পেয়েও খুশি অনেকে। কারণ অপ্রতুল হলেও বাজারে ভালো মাংসের কেজি ৭৫ লাখ বলিভার। পচা হওয়ায় একটু সস্তাতেই মিলছে গরু, ছাগল ও মুরগির মাংস।
ভেনেজুয়েলার তেল মজুদের অর্ধেকের বেশি আসে মারাকাইবো শহর থেকে। অর্থনীতি মন্দা শুরুর পর থেকে শহরের শপিংমল, দোকানপাট বন্ধ হতে শুরু করে। প্রায় ৯ মাস ধরে এ শহরে বিদ্যুৎ ঘাটতি চলছে। গত দুই মাসে তা চরম রূপ নিয়েছে।
মারাকাইবো শহরের বড় বড় মার্কেটের ফ্রিজে থাকা মাংস পচে যাচ্ছে। বিক্রেতারা কম মূল্যে তা বাজারে ছাড়ছেন।
সূত্র: এপি

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.