অনলাইন ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে শুক্রবার পশ্চিম লন্ডন থেকে তাকে গ্রেফতার করা হয় হুগো লরিসকে । যদিও গ্রেফতারের ৭ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন টটেনহামের ৩১ বছর বয়সী এই অধিনায়ক। জানা গেছে, জামিন পেলেও তাকে ১১ সেপ্টেম্বর আদালতে হাজিরা দিতে হবে। শাস্তিও পেতে পারেন লরিস।
গোটা ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ তার ক্লাব টটেনহ্যাম। সোমবার ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলা তাদের। তার আগে লরিস–কাণ্ডে বেশ বিব্রত টটেনহ্যাম। ঘটনাটা একেবারেই হালকা ভাবে নিচ্ছে না তারা। সম্ভবত লরিসের অধিনায়কত্ব কেড়ে নেওয়া হচ্ছে। দায়িত্ব দেওয়া হতে পারে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে। এমনিতে ভদ্র প্লেয়ার হিসেবেই ফুটবল দুনিয়ায় পরিচিত লরিস। কিন্তু বৃহস্পতিবার রাতের ঘটনায় তাঁর ফুটবল কেরিয়ারে নিশ্চিত ভাবেই কলঙ্ক লেগেছে। লজ্জিত লরিসও।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পরিবার, ক্লাব, সতীর্থ, কোচ, সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো একেবারেই অনুচিত। এর জন্য আমিই দায়ী। এটা উদাহরণযোগ্য কাজ নয়।’