অনলাইন ডেস্ক : নিপুন অভিনীত সর্বশেষ ছবি উত্তম আকাশ পরিচালিত ’ধূসর কুয়াশা’। ছবিটি অনেক আগে শুটিং করা থাকলেও মুক্তি পায় চলতি বছর। সিনেমায় অভিনয়ে বিরতি কেন? জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, ‘এখন তো ব্যবসা নিয়েই ব্যস্ত। নিজের ব্যবসাতে সময় দিতে হচ্ছে। এছাড়া চলচ্চিত্রের অবস্থাও তো আগের মতো নেই। তাই চলচ্চিত্রে অভিনয় তেমন একটা করা হচ্ছে না।’
প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন নিপুন। মান্নার সঙ্গে তার অভিনীত ’রিক্সাওয়ালার প্রেম’ ছবিটি ২০০৭ সালে সুপার ডুপার হিট হয়। নিপুন বলেন, ”চলচ্চিত্রে অভিষেকের পর ফিরে গিয়েছিলাম আমেরিকায়। সেখানে চাকরি করতে শুরু করি। পরে মান্না ভাই আমাকে অনেক বলে কয়ে নিয়ে আসেন। আমিও সব ছেড়ে চলচ্চিত্রের টানে ফিরে আসি। আসার পরই ‘রিক্সাওয়াল প্রেম’ ছবিটি করি। ছবিটি বেশ ব্যবসা সফল হয়। এ ছবির মাধ্যমেই দর্শকদের কাছে নায়িকা হিসেবে পরিচিতি মেলে আমার।”
নিপুন বলেন, ‘মান্না ভাই আমার অভিভাবকের মতো ছিলেন। তার মতো নায়ক আমাদের চলচ্চিত্রে আর আসবে না।’
চলচ্চিত্রের মানুষ হয়ে বিউটি পার্লারের ব্যবসা করছেন। চলচ্চিত্র শিল্পেও তো টাকা লগ্নি করতে পারতেন? নিপুনের জবাব, ‘হ্যাঁ, করতে পারতাম; কিন্তু করিনি। কারণ এখন তো চলচ্চিত্রের ব্যবসা ভালো নয়। প্রযোজকরা টাকা লগ্নি করে লাভ তো দূরের কথা মূলধনই উঠাতে পারেন না। তবে যখন চলচ্চিত্র ব্যবসার অবস্থা ভালো হবে, হলে ই-টিকেটিং ব্যবস্থা চালু হবে এবং হলগুলো এফডিসি থেকে নিয়ন্ত্রিত হবে তখন নিশ্চয় ছবি প্রযোজনা করবো।’
মেয়েকে নিয়ে ঢাকাতেই থাকছেন নিপুন। প্রেম বা কারও সঙ্গে বিশেষ সম্পর্কে রয়েছেন কি? প্রশ্ন করতেই নিপুন বললেন, ‘বিশেষ একজন তো রয়েছেই। তবে সেটা কে তা বলা যাবে না। শুধু বলবো, স্পেশাল আমারও একজন রয়েছেন।’
নিপুন অভিনীত প্রথম ছবির নাম ’রত্নগর্ভা মা’; যা মুক্তি পায়নি আজও। আর উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে, শাহিন কবির টুটুলের ‘এইতো ভালবাসা’; রকিবুল আল রাকিবের ‘জান তুমি প্রাণ তুমি’; অহিদুজ্জামান ডায়মন্ডের ‘অন্তর্ধান’; মানিক মানবিকের পরিচালনায় ‘শোভনের স্বাধীনতা’; তন্ময় তানসেনের ‘পদ্ম পাতার জল’; পি এ কাজলের ‘আমার প্রাণের স্বামী’; নার্গিস আক্তারের ‘অবুঝ বউ’; এফ আই মানিকের ‘পিতার আসন’ এবং প্রয়াত জনপ্রিয় লেখক ও পরিচালক হুমায়ূন আহমেদের ‘সাজঘর’।
২০০৬ সালে হুমায়ূন আহমেদের ’সাজঘর’ এবং ২০০৯ সালে মুহাম্মদ হান্নানের ’চাঁদের মত বউ’ ছবি দুটিতে পার্শ্ব চরিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান নিপুন।