দর্পণ ডেস্ক:
ফিলিস্তিনে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ সহায়তা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থ গাজা ভূখণ্ড ও পশ্চিম তীরে দেয়ার কথা ছিল।
মার্কিন পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেন, গাজায় সহায়তা প্রদানের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে তা বিবেচনায় নিয়েই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে।
ওই কর্মকর্তা জানান, ফিলিস্তিনি ভূখণ্ডের সহায়তা কর্মসূচি পর্যালোচনার পর প্রেসিডেন্টের নির্দেশনায় শুক্রবার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে এই অর্থ পশ্চিম তীর ও গাজায় বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু এখন ‘অন্য জায়গায় আরো বেশি অগ্রাধিকারের ভিত্তিতে’ এই অর্থ ব্যয় করা হবে।
হামাস নিয়ন্ত্রিত গাজায় বেসামরিক মানুষের জীবন হুমকির মুখে রয়েছে। সেখানকার মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।
যুক্তরাষ্ট্র ‘ইউএন এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজি’কে (ইউএনআরডব্লিউএ) যে অর্থ সহায়তা প্রদান করতো, গত জানুয়ারিতে তাতে ব্যাপক কাঁটছাট করে দেশটি।
ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর মার্কিন প্রশাসন ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে।তারা মনে করে, যুক্তরাষ্ট্র আর মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারবে না। এর জের ধরে ফিলিস্তিনিরা মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।