অনলাইন ডেস্ক :
আপন বোন ও চাচীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। আরও ভয়াবহ তথ্য তিনি নিজের মাকে হত্যা করেছিলেন ক্যারিয়ারের স্বার্থে। এরকম বিস্ফোরক স্বীকারোক্তিতে তোলপাড় ফুটবল দুনিয়া, তিনি সাবেক গ্যাবন ফুটবলার শিবা এন জিঘোউয়।

২০০১ থেকে ২০০৫ পর্যন্ত ফ্রান্সের ঘরোয়া ফুটবলে লিগ ওয়ানে এফসি নান্তেসের হয়ে খেলেছেন তিনি। রেইমস, ভার্তন, নামুরের মতো ক্লাবেও খেলেছেন। ২০০০ থেকে ২০০৮ পর্যন্ত গ্যাবনের জাতীয় দলের হয়েও নিয়মিত খেলেছেন। পাঁচটি গোলও জাতীয় দলের হয়ে করেছেন।

ব্রিটেনের ‘ডেইলি স্টার’ শিবার একটি ভিডিও ফুটেজ । যেখানে দেখা গেছে শিবা বলছেন, তার ফুটবল ক্যারিয়ার প্রতিষ্ঠিত করার জন্যই মাকে হত্যা করতে হয়েছিল। নিজের চাচার স্ত্রীর সঙ্গে আমার শারীরিক সম্পর্ক ছিল। বোনের সঙ্গেও ছিল এমন সম্পর্ক। এছাড়াও দুই পুরুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল।’

১৯৯৯ সালে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন সমকামী শিবা । নান্তেসের যুব দলে খেলেছেন ৯৯ থেকে ২০০৩ পর্যন্ত। যেখানে ৩৩ ম্যাচে করেছেন ১১ গোল। জাতীয় দলের হয়ে ২৪ ম্যাচে আছে পাঁচ গোল। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে আফ্রিকান নেশনস কাপে খেলার কৃতিত্ব রয়েছে তার।
তিনি অবসর নেন ২০১৬ সালে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আফ্রিকান নেশনস কাপে অভিষেক ম্যাচে গ্যাবনের শিবার বয়স ছিল ১৬ বছর ৯৩ দিন। এদিকে সেই ভিডিওয় শিবা বলেছেন, তার আসল বয়স ৩৯। তার জন্মসনদ পত্রে মা-বাবাই জন্মতারিখ ভুল লিখেছিলেন। শিবার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ভিডিও দেখে মানুষ শিওরে উঠছে।