অনলাইন ডেস্ক:

এবার প্রথমবার নিজের আয়ে কোরবানি দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

এ সর্ম্পকে তিনি বলেন, ’এবার নিজের আয়ে আমি প্রথম কোরবানি দিয়েছি। এটা সত্যিই অন্যরকম অনুভূতি। কোরবানি একটা ত্যাগ স্বীকার করা, আল্লাহর নামে কোরবানি দিচ্ছি। ওই জিনিসটার অনুভূতি বলে বোঝানো যাবে না।’

বুবলির ঈদ আনন্দ আরও কয়েকগুন বেশি কারন ঈদ উপলক্ষে আজ মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন চলচ্চিত্র ‘ক্যাপ্টেন খান’। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি। নতুন ছবি, ঈদের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে

ছবিটি সর্ম্পকে বুবলি বলেন, আমি চাই দর্শক হলে গিয়ে ছবিটি দেখুক। ক্যাপ্টেন খান সম্পূর্ণ বিনোদনধর্মী একটা ছবি। ছবিটি দেখে দর্শকদের ভালো লাগবে। কোরবানি ঈদে সবাই চতুর্দিকে ব্যস্ত থাকি। গরু, খাসি জবাই হচ্ছে সবদিকে একটা মারমার কাটকাট অবস্থা থাকে। ক্যাপ্টেন খান ছবিতেও মারমার কাটকাট ব্যাপরটা আছে। রোমান্স, অ্যাকশন সবকিছুই পাবে দর্শক।