অনলাইন ডেস্ক :
আজ (২২ আগস্ট) বুধবার সকাল ৮টায় সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন হয়েছে।

এই জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের মেয়র সাঈদ খোকন, মন্ত্রিপরিষদ সদস্য, রাজনীতিবিদ, উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহম্মদ এহসানুল হক।
মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
প্রায় এক লাখ মুসল্লি জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। প্রায় ৫ হাজার নারী মুসল্লিও ঈদের জামাতে অংশ নেন। প্রথমবারের মতো এবার ঈদগাহ ময়দানের বাইরেও বোতলজাত পানির ব্যবস্থা করা হয়। রাস্তায় নামাজ আদায়কারীদের পানির চাহিদা মেটানোর জন্য ছিল এ ব্যবস্থা। ঈদের জামাত নিয়ে অনেকেই বৃষ্টির আশঙ্কা করেছিলেন। বৃষ্টি না হওয়ায় মুসল্লিদের মধ্যে স্বস্তি দেখা যায়।