দর্পণ রিপোর্ট:
অবশেষে ঈদ যাত্রায় সুবাতাস বইছে। আজ সোমবারও (২০ আগস্ট) ঢাকা-টাঙ্গাইল- টাঙ্গাইলের অংশে কোথাও কোন যানজট দুপুর পর্যন্ত দেখা যায়নি। স্বাভাবিক গতিতেই মহাসড়কে চলছে যানবাহন। যদিও যাত্রীবাহী বাস ও গরুর ট্রাকসহ যানবাহনের চাপ বেড়েছে অনেকটা।
ভোগান্তি ছাড়াই ঘরমুখো মানুষ যাতায়াত করতে পারছেন এটা ঈদযাত্রায় বেশ স্বস্তিদায়ক সংবাদ।
সরকারের কার্যকর পদক্ষেপের কারনে যানজট নিরসনে মহাসড়কে ৮শ’ পুলিশ ও ২শ’ আনসার সদস্য কাজ করছে। মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, মহাসড়কে যানবাহন চলাচল করছে স্বাভাবিক গতিতে। যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেলেও কোথায় কোনো সমস্যা পরিলক্ষিত হচ্ছে না।
ট্রাক-বাস মালিক, শ্রমিক সমিতি ও সাংবাদিকদের সাথে নিয়ে ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিবিঘ্নে করতে কাজ করে যাচ্ছেন। গাজিপুরের চন্দ্রা থেকে টাঙ্গাইল অংশে ৬৫ কিলোমিটার মহাসড়ককে ৪ভাগে ভাগ করে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ৪টি অংশে ২টি পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ করা হয়েছে। এটি দিয়ে কোথায় যানজট হবে তার নিরসন করা সম্ভব হবে বলে টাঙ্গাইলের পুলিশ সুপার জানিয়েছেন।