অনলাইন ডেস্ক : মেহজাবিন ও জোভান অভিনীত নাটক ‘লাভ বনাম ক্রাশ’ এবার দেখা যাবে ঈদে ।
‘লাভ বনাম ক্রাশ’এ মেহজাবিন ও জোভানসহ আরও অভিনয় করেছেন আজাদ, নবী, শপথ, ইলমা, অন্তরা, কেয়া প্রমুখ।
নাটকে যাবে-সামি ও অনা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে। সামি দ্বিতীয় বর্ষে আর অনা প্রথম বর্ষে। প্রথম দেখাতেই সামি অনার প্রেমের পড়ে। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়। যেখানে সামি আর অনা একসঙ্গে অভিনয় করবেন। সেই সুবাদে সামি অনার আরও কাছে চলে আসে। এর মাঝে অনার জীবনে নতুন সম্পর্কের আগমন ঘটে। যার নাম নীল। শুরু হয় নাটকীয়তা। এগিয়ে যায় কাহিনী।
২২ শে আগস্ট এসএ টিভিতে রাত সাড়ে ১০টায় নাটকটি প্রচারিত হবে।