অনলাইন ডেস্ক :  জাতীয় দল থেকে দূরে সরে থাকতে হলেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি এখনও৷ আইপিএলের পাশাপাশি রাজ্যদলের হয়ে বিসিসিআই’র ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি৷ পাশাপাশি বিশেষজ্ঞের চেয়ারে বসে সংবাদমাধ্যমে জাতীয় দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেন গৌতম গম্ভীর৷

গরিব শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্য নিজের একটি স্বেচ্ছ্বাসেবী সংস্থাও খুলেছেন গম্ভীর৷ তবে গৌতমের জাতীয়তাবাদী দিকটি আলাদা করে চোখে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ সেনাবাহিনীতে কর্মরত সেনাদের প্রতি গম্ভীরের শ্রদ্ধার দিকটি এখন সবার জানা৷

তারকা ক্রিকেটার এবার ব্যাটিং করতে চলেছেন রাজনীতির বাইশগজে৷  আগামী লোকসভা নির্বাচনেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি৷ কোন দলের হয়ে নিজের রাজনৈতিক ক্যরিয়ার শুরু করবেন গম্ভীর, তা নিয়ে অবশ্য আগ্রহের অন্ত নেই অনুরাগীদের মধ্যে৷

দিল্লির শাসনক্ষমতা রয়েছে আম আদমি পার্টির হাতে৷ তবে গম্ভীর যোগ দিচ্ছেন না শাসকদলে৷ বরং তিনি ভারতীয় জনতা পার্টির টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে চলেছে বলে খবর৷

গম্ভীরের আগে টিম ইন্ডিয়ার দুই সাবেক তারকা নভজ্যোৎ সিং সিধু ও মোহম্মদ আজহারউদ্দিন ভারতের জাতীয় রাজনীতির ক্রিজে সেট হয়ে গেছেন৷ মোহম্মদ কাইফ জাতীয় কংগ্রেসে যোগ দিলেও শুরুতে বিশেষ সুবিধা করতে পারেননি৷ পশ্চিমবঙ্গ রাজ্যের রঞ্জি অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লা অবশ্য তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়ে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রীর পদে আছেন৷