অনলাইন ডেস্ক : কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজে ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম’র সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় মহিপুর থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় চার শতাধিক কলেজ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিএম সাইফুর রহমান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল মো. জালাল উদ্দিন আহমেদ, মহিপুর থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন এসআই হাফিজুর রহমানসহ শিক্ষকবৃন্দ।
পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, মহিপুর থানাধীন এলাকায় চুরি, ডাকাতি বলে যে গুজব ছড়ানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের ইয়াবা চালান, চুরি-ডাকাতি, জঙ্গী তৎপরতার তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতার আহ্বান জানান।