লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি :
নাটোরে জাগরণী চক্র ফাউন্ডেশন সংগঠনের সদস্যদের পোষ্য এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বোর্ড ফি প্রদান করেছে। ফাউন্ডেশনের নিজস্ব অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজ আলম মুনী শিক্ষার্থীদেও হাতে বোর্ড ফি’র নগদ টাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে নাটোর জাগরণী ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরামপুর শাখা ব্যবস্থাপক মোঃ জুলফিকার আলী। এবারে জাগরণী ফাউন্ডেশনের নাটোর জেলার ছয়টি শাখায় মোট তিনশ’ ১৫জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে প্রায় চার লাখ ৫৮ হাজার টাকা বোর্ড ফি প্রদান করেছে।