অনলাইন ডেস্ক : পবিত্র হজ শুরু আগেই মারা গেলেন মোট ৫১ জন। সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো ৫ বাংলাদেশীর মৃত্যু হয়েছে। বাংলাদেশ হজ মেডিকেল টিমের টিম লিডার ডা. মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তন্মধ্যে মক্কায় ৩৮, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন।
সর্বশেষ যারা মারা গেছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জাকির হোসেন। এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন। হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার। পবিত্র হজ পালিত হবে আগামী ২০শে আগস্ট।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.