অনলাইন ডেস্ক : ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ আগস্ট) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সভায় অনুষ্ঠিত হয়। সভায় নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে অন্তত ডজন খানেক সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা শহরের পরিবহন ব্যবস্থাপনায় চারটি প্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে-
(১) শহরে চলাচলকালে সব গণপরিবহনের দরজা বন্ধ রাখতে হবে।
(২) নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী উঠানামা করা যাবে না।
(৩) গণপরিবহনের দৃশ্যমান দু’টি স্থানে চালক ও হেলপারের ছবিসহ নাম এবং চালকের লাইসেন্স নম্বর ও মোবাইল নম্বর প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
(৩) সব মোটরসাইকেল ব্যবহারকারীকে বাধ্যতামূলক হেলমেট পরিধানের পাশাপাশি সিগন্যালসহ আইন মানতে বাধ্য করতে হবে।
আগামী ২০ আগস্টের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। বিআরটিএ এবং বাংলাদেশ পুলিশ এই নির্দেশনা বাস্তবায়ন করবে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.