দর্পণ অনলাইন ডেস্ক :
গোপনে পুরুষ মডেলের নগ্ন ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দেয়ায় নারী মডেলকে ১০ মাস কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত। ওই নারী মডেলের বিরুদ্ধে লিঙ্গ বৈষ্যম ও ভণ্ডামির অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়া টাইমস জানায়, সাজাপ্রাপ্ত মডেলের নাম আন। তাকে সাজার অংশ হিসেবে ৪০ ঘণ্টা যৌন সহিংসতার বিষয়ে পরামর্শ গ্রহণের আদেশও দেয়া হয়েছে।
সম্প্রতি দক্ষিণ কোরিয়ায় স্পাই ক্যাম ভিডিও’র প্রকোপ বেড়ে গেছে। এগুলোতে ছেলেরা স্কুল, অফিস, ট্রেন, টয়লেট, চেঞ্জ রুম ও রাস্তায় গোপনে নারীদের ভিডিও সংগ্রহ করে ইন্টারনেটে প্রকাশ করে।
ভুক্তভোগী ওই পুরুষ মডেল তার ছবি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর অনলাইনে তার শরীর সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া পেয়ে আহত হন বলে খবরে জানা গেছে।
এর কয়েকদিন পর পুলিশ ওই নারী মডেলকে গ্রেফতার করে গণমাধ্যমের সামনে দিয়ে ধরে নিয়ে যায়। এছাড়া প্রমাণ জোগাড়ের চেষ্টায় তার বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।