অনলাইন ডেস্ক :
ঘন সবুজ নিবির জঙ্গল। পাখির কিচিরমিচির শব্দ। ঝর্নার পানি বয়ে চলছে অজানার পথে। তার মাঝে ঝর্না। প্রকৃতির এমন সুন্দরের মাঝে হঠাৎ দেখা দেয় এক পরিকে। যে কিনা জলকেলি করছে। তার নাম সানি লিওন।
যে ভিডিওর ভিউ প্রায় কোটি ছাড়িয়েছে।
দুই মিনিট চব্বিশ সেকেন্ডের ট্রেলার দেশ চিনছে এক অন্য মেয়েকে। এক সাধারণ মেয়ে, যে নিজের পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবে চলে আসেন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে।
ইতিমধ্যেই ট্রেলারটি বেশ সাড়া ফেলে দিয়েছে। সানি লিওনিকে পর্নস্টারের রূপে না দেখে এবার করণজিতের রূপে দেখবে দর্শক। যাকে স্কুলে অন্যান্য ছাত্র ছাত্রীদের হাতে হেনস্থা হতে হতো।