অনলাইন ডেস্ক : সোমবার ১৩ আগস্ট রাত ৮টার দিকে হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামে এ ঘটনা ঘটে। পরকীয়া প্রেমের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে প্রবাসীর স্ত্রীসহ খলিলুর রহমান (৫৫) নামে পুলিশের এক এসআইকে আটক করেছে জনতা। অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, রাত ৮টার দিকে স্থানীয় এলাকাবাসী চবি ২ নং রেল গেইটের তেইল্যে পুকুর পাড় এলাকা থেকে জোবরা গ্রামের বদি মাঝির বাড়ির এক প্রবাসীর স্ত্রী শিরু আকতারকে (২৬) এসআই খলিলের সাথে সিএনজি চালিত অটোরিকশা যোগে চলে যেতে দেথে কৌতুহলী জনতা আটক করে। এ সময় উত্তেজিত জনতার রোষানল থেকে বাঁচাতে দুইজনকে ইউপি সদস্য মো. সোহেল ও মহিন ঘটনাস্থল থেকে ফতেপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যান। ইউপি কার্যালয়ে জনতার ভিড় বাড়তে থাকলে মডেল থানা পুলিশ গিয়ে খলিল ও শিরুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রায় রাতে প্রবাসীর স্ত্রী শিরুর ঘরে এসআই খলিলুর রহমান আসা যাওয়া করতেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। গতকাল রাতেও প্রবাসীর স্ত্রী শিরুর ঘর থেকে বের হয়ে দুপাশের পর্দা নামিয়ে দিয়ে সিএনজি যোগে একসাথে যাওয়ার পথে চবি ২নং রেল গেইট এলাকার তেইল্লে পুকুর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে।

সাংবাদিকদের হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দীন জাহাংগীর জানান, প্রবাসীর স্ত্রী শিরু আকতারকে তার মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত পুলিশের এসআই খলিলুর রহমানকে শাস্তি হিসাবে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে ।