দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি :
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১১টায় কলেজ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে শীর্ষস্থানীয় সাংবাদিকদের সাথে এ সম্পর্কিত এক মত বিনিময়সভা দৈনিক জনকণ্ঠের কলাপাড়া প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু’র সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম, মোহসিন পারভেজ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
ইতিহাস পর্যালোচনায় জানা যায়, মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ ১৯৭০ সালে ২৪.৩২ একর এর বিশাল এলাকা নিয়ে প্রতিষ্ঠিত এবং সাগর বিধৌত কলাপাড়া উপজেলার পৌরসভার প্রানকেন্দ্রে অবস্থিত সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি যখন প্রতিষ্ঠিত হয় তখন অত্র অঞ্চলে আর কোন কলেজ ছিল না। বর্তমানে এটিতে অনার্স কোর্স ও মাস্টার্স কোর্স চালু হয়েছে। কলেজের শিক্ষক মন্ডলী ও পরিচালনা পর্ষদ খুবই দক্ষ ও অভিজ্ঞ। সেকারনেই অত্র অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে এ কলেজ থেকেই সবচেয়ে বেশি পাস করে ও মেধাবী ছাত্র-ছাত্রী প্রতিবছর বের হয়। এ কলেজ থেকে পাস করা ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে তাদের কাজের মাধ্যমে বেশ সুনাম অর্জন করেছে এবং প্রতিষ্ঠা লাভ করেছে। এটি ইতিমধ্যে শেষ্ঠ কলেজের খ্যাতি অর্জন করেছে। যদিও সরকারি করণ সময়ের হিসেবে প্রতিষ্ঠার ৪৮ বছর পরে হল, তবে বর্তমান শিক্ষাবান্ধব সরকারের কারনেই এটা সম্ভব হয়েছে, নতুবা হয়ত আরও ৪৮ বছর লেগে যেতে পারত।
আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ দেলওয়ার হোসেন বলেন, ”ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর সুনিপুন হাতের ছোঁয়ায় দেশ দ্রুত উন্নয়নের পথে ধাবিত হচ্ছে। এর অংশ হিসেবে গত ৮ আগষ্ট সারাদেশের ২৭১টি কলেজের সাথে মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ সরকারিকরণ করা হয়। এজন্য কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি সরকারিকরনে সহযোগীতার জন্য স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারকেও ধন্যবাদ জানান। এ সময় কলেজ উপাধ্যক্ষ শহিদুল আলম, সহকারি অধ্যাপক আঃ সালাম হাওলাদার, ওবায়দুল হক শানু, মোল্লা লিয়াকত আলীসহ কলেজ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।