অনলাইন ডেস্ক :  আধুনিক  যুগেও চাণক্য নীতি মেনে চললে সাফল্যের দিকে সহজেই এগিয়ে যাওয়া যায়। চাণক্য নীতি আজও প্রাসঙ্গিক। তবে সফল হতে গেলে জীবনের কয়েকটি বিষয় অন্যদের থেকে গোপন রাখতে হয়।

যেনে নিন সফল হতে হলে কী কী বিষয় গোপন রাখতে হয়-

১. আপনি কত টাকা রোজগার করেন বা আপনার কত টাকা সম্পত্তি, তা কখনোই অন্যদের জানাবেন না।

২. প্রত্যেকের জীবনেই একজন করে গুরু বা পথপ্রদর্শক থাকেন। তিনি আপনাকে কী পরামর্শ দিয়েছেন তা, অন্যকে বলবেন না।

৩. পরিবারে বা আত্মীয়দের সঙ্গে কী চলছে- তা কখনোই বাইরের লোকের কাছে প্রকাশ করবেন না।

৪. ভিক্ষুককে কত টাকা দান করছেন- তা গোপনে রাখুন।

৫. আপনার বয়স কত, তা পেশাগত জায়গায় জানান। কিন্তু সবার কাছে তা প্রকাশ করবেন না।

৬. নিজের যৌনজীবনের কথা অন্যদের বলবেন না।

৭. কী অসুখে আপনি ভুগছেন তা-ও গোপন রাখুন। সূত্র: এবেলা